কালকেতু: তৃতীয় অংশ
মীরার অভিশাপ কালকেতুর জীবনে বাঁশবনের সেই ঘটনার পর থেকে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। স্কুলে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে খেলা—সব চললেও তার ভেতর অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল। মাঝে মাঝেই চোখের সামনে এমন দৃশ্য ভেসে উঠত, যেগুলো আর পাঁচজন দেখতে পেত না। কখনও মরা মানুষের ছায়া, কখনও আবার হাওয়ায় ভেসে বেড়ানো অচেনা কণ্ঠস্বর। সেদিন সন্ধ্যায় হঠাৎ গ্রামে খবর ছড়াল—মীরা … Read more