কন্যাদান
শ্রাবণী ছিল গ্রামের এক সাধারণ মেয়ে, কিন্তু তার স্বপ্নগুলো ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সে আঁকতে ভালোবাসত। কাগজ, খাতা, এমনকি পুরনো খবরের কাগজও তার রঙতুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠত। দুপুরবেলা কাজ সেরে সবাই যখন ঘুমাত, শ্রাবণী তখন জানালার পাশে বসে গ্রামীণ দৃশ্য আঁকত—পুকুরপাড়ে হাঁসের সারি, তালগাছের ফাঁক দিয়ে উঁকি মারা সূর্য, কিংবা শিউলি ঝরা উঠোন। শুধু … Read more