চাঁদের আলোয় সোনালী

Today 26/7/2025 I publish this bengali story – চাঁদের আলোয় সোনালী

পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম—চণ্ডীপুর। নদীর ধারে গড়ে ওঠা এই গ্রামে সূর্য ডোবার পরে যেন এক অন্য জগত শুরু হয়। কুয়াশার চাদরে মোড়া, পাখিদের ডাকে জেগে থাকা এই গ্রামটাতে বাস করে ছোট্ট এক মেয়ে—সোনালী।

সোনালীর বয়স মাত্র দশ। তবে তার চোখে-মুখে যে আত্মবিশ্বাস, তা অনেক বড়দেরও হার মানায়। বাবা হরিধন একজন মাঝি, প্রতিদিন ভোরে নদীতে চলে যান মাছ ধরতে। মা লক্ষ্মী রান্নাবান্না আর গরুর দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকেন।

সোনালী ছোটবেলা থেকেই একা একা নদীর পাড়ে বসে গল্প বানাতে ভালোবাসে। “ওই দেখ মা, চাঁদটা আজ একেবারে আমার সঙ্গে খেলতে এসেছে,” – বলেই সে চাঁদের দিকে হাত বাড়িয়ে দিত।

একদিন গভীর রাতে, আচমকা এক বিকট শব্দে ঘুম ভেঙে গেল। গ্রামের এক প্রান্তে আগুন লেগেছে! সবাই দৌড়ে গেল সেই দিকে। সোনালীও মায়ের আঁচল ছেড়ে ছুটে চলল বাবার খোঁজে, কারণ সেই দিকেই তো নদী, আর সেদিকে গিয়েছিলেন হরিধন।আগুন লেগেছে নৌকোঘাটে। হরিধনের নৌকোটিও অর্ধেক পুড়ে গেছে।

লোকজন বলল—কারো দোষ নয়, হয়তো রাতের বাতাসে আগুন লেগে গেছে কোনো শুকনো ঘাসে। কিন্তু সোনালীর মন বলল—এটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে।সেই রাতেই সে চুপিচুপি বেরিয়ে পড়ল, নদীর ধার ঘুরে ঘুরে দেখল। হঠাৎ সে শুনতে পেল কিছু কণ্ঠস্বর, “আগামীবার যদি মাঝিরা কথা না শোনে, পুরো ঘাটটা জ্বালিয়ে দেব।”

সোনালী লুকিয়ে শুনল সব কথা। কিছু চোরাকারবারি লোক, যারা নদী পথে অবৈধভাবে জিনিসপত্র আনাচ্ছে, তারা হরিধনের মতো সৎ মাঝিদের বাধা হিসেবে দেখছে।

সোনালী আর এক মুহূর্তও দেরি করল না। সে দৌড়ে ফিরে এল বাড়ি, মা-বাবাকে ডেকে সব বলল। হরিধন প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন সে দেখল সোনালী ঠিক সেই সব কথা বলছে যা কেউ জানতেই পারত না, তখন সে নিশ্চিত হল।

পরদিন গ্রামের সবাইকে ডেকে জানানো হল ব্যাপারটা। পঞ্চায়েতের সাহায্যে পুলিশে খবর দেওয়া হল। পুলিশের ফাঁদে ধরা পড়ল চোরাকারবারিরা। গ্রামের লোক সোনালীর বুদ্ধি আর সাহস দেখে অবাক।

চাঁদের আলোয় নদীর ধারে দাঁড়িয়ে হরিধন সেদিন বলেছিল, “আমার মেয়ে শুধু চাঁদের সঙ্গে কথা বলে না, দরকার হলে চাঁদের আলোয় অন্ধকার ফাঁসও করে।”সোনালী হেসে বলেছিল, “আমি তো শুধু চাই, সবাই মিলে ভালোভাবে থাকি। কেউ যেন কাউকে কষ্ট না দেয়।”আজও চণ্ডীপুরে চাঁদের আলো পড়লে, মানুষ ভাবে –

এই আলোতেই হয়তো সোনালীর মতো কেউ আবার জন্ম নেবে, যে সাহসে আর ভালবাসায় বদলে দিতে পারবে একটা গোটা পৃথিবী।

আমাদের অন্যান্য রোমাঞ্চকর গল্প গুলি হলো :

A picture to show a portrait of bengali story

https://bangla.riseofthetimelords.com/bengali-story-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/

1 thought on “চাঁদের আলোয় সোনালী”

Leave a Comment

error: Content is protected !!