কালকেতু এবং ভৌতিক ডাক

বাঁশবনের সেই ঘটনার পর থেকে কালকেতু আর আগের মতো থাকল না। স্কুলে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে খেলা—সব চললেও তার চোখে মাঝে মাঝেই অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠত। অন্যরা যেগুলো দেখতে পেত না, সেগুলো তার কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠত। ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল, এই শক্তি তাকে কোথাও না কোথাও কাজে লাগাতে হবে।

কলকেতু এর প্রথম ভুত দেখা

একদিন হঠাৎ গ্রামের এক মহিলা কেঁদে কেঁদে তার মাকে জানালেন—তার মেয়ে মীরা ভীষণ অসুস্থ। ডাক্তার কিছুই খুঁজে পাচ্ছেন না, কিন্তু প্রতি রাতে মীরা চিৎকার করে বলে উঠছে—“আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, সে আমাকে যেতে দিচ্ছে না।” মহিলার চোখ ভরা আতঙ্ক। তখনই গ্রামের লোকেরা বলল, “কালকেতু-ই পারবে এর সমাধান করতে। ওর চোখে আলাদা কিছু আছে। এবং প্রথম কেসের মুখোমুখি

আমাদের facebook page ti update thakar jonno click karun

https://www.facebook.com/profile.php?id=61578486594004

কালকেতুর প্রথম কেস

সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কালকেতু সাহস করে মীরার বাড়ির দিকে রওনা দিল। চারদিক নিস্তব্ধ, কেবল ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছিল। আকাশে মেঘ জমে ছিল, যেন রাতও তাকে সতর্ক করছে। দরজার কাছে পৌঁছাতেই তার শরীর কেঁপে উঠল—ভেতর থেকে অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, যা সাধারণ কোনো ঘরের হাওয়া নয়। মীরার মা তাকে কাঁপা হাতে ভেতরে নিয়ে গেলেন।

ঘরে ঢুকতেই প্রদীপের আলো কেঁপে উঠল, দেয়ালে ছায়ারা যেন নেচে উঠল। কোণের অন্ধকারে সে দেখল—এক লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কেবল অন্ধকারের খেলা, কিন্তু তারপর দুটো ভয়ঙ্কর ফাঁপা চোখ তার দিকে তাকাল। চোখদুটো থেকে হালকা আগুনের মতো আলো বেরোচ্ছিল। মীরার শরীর ঘামছে, ঠোঁট নড়ছে, প্রার্থনার মতো কিছু শব্দ বেরোচ্ছে।কালকেতুর গলা শুকিয়ে গেল, তবুও সে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল, ভয় তাকে গিলে ফেলবে। কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত শক্তি জেগে উঠল।

সাহস সঞ্চয় করে সে জিজ্ঞেস করল—

“তুমি কে? কেন তাকে কষ্ট দিচ্ছ?”হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। বাতাস জমাট বাঁধার মতো ঠান্ডা হয়ে গেল, জানালার কপাট নিজে থেকেই ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আর শোনা গেল এক কর্কশ, ভাঙা শব্দ—

“সে আমার জিনিস নিয়েছে… ফেরত দাও… না হলে কখনো ছাড়ব না।”

কালকেতুর বুক কেঁপে উঠল। সে জানল, এই ঘটনার পিছনে এমন এক রহস্য লুকিয়ে আছে, যা শুধু মীরার অসুস্থতার কারণ নয়—এতে জড়িয়ে আছে মৃত আত্মার প্রতিশোধও। এটাই তার প্রথম কেস, আর এভাবেই শুরু হলো কালকেতুর অদ্ভুত যাত্রা।

গল্প টির প্রথম ভাগ

https://bangla.riseofthetimelords.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81/

Leave a Comment

error: Content is protected !!