কমেডি কিং বিপিনবাবু

আমাদের পাড়ায় এক অদ্ভুত মানুষ আছেন – বিপিনবাবু। বয়স পঁইত্রিশ-ছত্রিশের মধ্যে, কিন্তু আচরণ দেখে মনে হয় সদ্য ক্লাস সেভেনে উঠেছেন। লাল রঙের হাফ শার্ট, নীল ধুতি, আর হাতে সবসময় একটা ছাতা – আবহাওয়া যেমনই হোক না কেন!একদিন ভোরে তিনি হাঁটাহাঁটি করছেন, হঠাৎই রাস্তার কুকুর দেখে চিৎকার –

“এই তো শের আসছে!”পাড়ার লোক ছুটে এলো। দেখি কী শের! পাঁচ মিনিট পর বোঝা গেল, শের নয়, পাড়ার ‘টিগারু’ কুকুর। লোকজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর বিপিনবাবু গম্ভীরভাবে বললেন –“আরে, কুকুরও তো শেরের আত্মীয়! আমি দূর থেকে মিলিয়ে ফেলেছিলাম।”কিন্তু এটাই শেষ নয়।

পাড়ায় সবাই জানে, বিপিনবাবুর চোখে–মুখে সবসময় অবাক ভাব। একদিন পাড়ার সুইমিং পুলে নতুন সাঁতার শেখার ক্লাস শুরু হয়েছে। সেখানে হাজির হলেন বিপিনবাবু, হাতে ছাতা আর গলায় গামছা।হঠাৎই পুলের ধারে এসে দাঁড়ালেন পাড়ার বিখ্যাত “বিকিনি বউদি”। তাঁকে দেখে বিপিনবাবু চমকে উঠে বললেন –“আহা! এ আবার কেমন জামা? এত কম কাপড়ে কি ঠান্ডা লাগবে না?”সবাই হেসে লুটোপুটি, আর বিকিনি বউদি খিলখিলিয়ে হেসে উত্তর দিলেন –“এটাই তো সাঁতারের পোশাক, বিপিনবাবু।”কথাটা শুনে বিপিনবাবু মাথা চুলকে বললেন –“আচ্ছা! তাই তো বলছিলাম, এত কাপড় শুকোতে দেওয়ার ঝামেলাও থাকবে না। দারুণ আইডিয়া!”

“আসলে আমি নতুন আসন আবিষ্কার করেছি, নাম দিচ্ছি – ‘ঘোঁৎকার আসন’। স্বাস্থ্য ভালো থাকবে।”বিপিনবাবুর সবচেয়ে বিখ্যাত কাণ্ড ঘটেছিল বাসে। অফিস যাচ্ছেন, হঠাৎ বাসে একজন টিকিট চাইলেন। বিপিনবাবু পকেট থেকে যা বের করলেন সেটা হলো – শশার টুকরো! কন্ডাক্টর অবাক –“এটা কী?”বিপিনবাবু গম্ভীরভাবে বললেন –“ওহ! ভুলে গিয়েছি, আমি তো ভেবেছিলাম শশার টিকিটও চালু হয়েছে।”সবচেয়ে বড় হাস্যকাণ্ড ঘটলো এক বর্ষার দিনে। তিনি ছাতা নিয়ে বেরিয়েছেন। রাস্তার খানাখন্দে জল জমে আছে। হঠাৎ পা পিছলে গিয়ে কাদায় সোজা উল্টে পড়লেন। কিন্তু উঠে গিয়ে তিনি কী করলেন জানেন? নিজের কাদামাখা মুখ দেখে আয়নায় বললেন –“ওহ! আজ তো আমি সোজা মাটির প্যাক করে ফেললাম। ফেসিয়াল ফ্রি-ফ্রি!”পাড়ার বাচ্চারা ওঁকে খুব ভালোবাসে। কারণ বিপিনবাবু খেলতে নামলে খেলা অন্য লেভেলে চলে যায়। ক্রিকেট খেলতে নেমে একবার বল মারার বদলে ছাতা দিয়ে নিজেই তিনবার নিজের মাথায় মারলেন! তারপর গম্ভীর মুখে ঘোষণা –

“এটাই নতুন শট, নাম – আত্মঘাতী ছাতাশট।”এমন হাজারো কাণ্ড ঘটিয়ে বিপিনবাবু আমাদের পাড়ার ‘কমেডি কিং’। তিনি নিজেও জানেন না কখন কী করে ফেলবেন। তবে একটাই সত্যি – যতবারই তিনি পাড়ায় বের হন, হাসির খোরাক তৈরি হয়, আর আমরা হেসে হেসে পেট ব্যথা করে ফেলি।

https://bangla.riseofthetimelords.com/comedy-story-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be/

আমাদের গল্পর inspiration

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2_%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9C

1 thought on “কমেডি কিং বিপিনবাবু”

Leave a Comment

error: Content is protected !!